জেলা

দুই বিজেপি বিধায়ক পদ ছাড়ছেন!

অবশেষে সাংসদ পদেই বহাল থাকবেন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। তাঁরা ছেড়ে দেবেন যথাক্রমে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ বলে সূত্রের খবর। নিশীথ এবং জগন্নাথকে সাংসদ পদেই বহাল রাখতে চেয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও রাজ্য নেতৃত্ব চেয়েছিল দু’জনকে বিধায়ক হিসেবেই ধরে রাখতে। কিন্তু তা হল না।
গত শনিবার দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত পাকা হয়েছে। কলকাতায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে এই বিষয়ে আলোচনা না হলেও দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে বিজেপির। মাত্র ৫৯ ভোটের ব্যবধানে হলেও তৃণমূলের উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছেন নিশীথ। আবার শান্তিপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ ১৫,৮৭৮ ভোটে জয়ী হয়েছেন।
বিজেপির ৭৭ জন বিধায়কের সিংহভাগই বিধানসভায় এসে শপথ নিয়েছেন। কিন্তু সেই তালিকায় এখনও পর্যন্ত নেই নিশীথ ও জগন্নাথ। নিশীথ এবং জগন্নাথ বিধায়ক পদ ছেড়ে দিলে দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন হবে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ায় তাঁকেও কোনো একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে।