বিনোদন ব্রেকিং নিউজ

বলিউডকে বিদায় নিশিকান্ত কামাতের

ফের নক্ষত্রপতন বলিউডে। এটা হওয়ার ছিল না। কিন্তু ঘটল সেটাই। চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক নিশিকান্ত কামাত। মাত্র ৫০ বছরেই শেষ হল দৃশ্যম খ্যাত পরিচালকের পথ চলা। হায়দরাবাদের একটি হাসপাতালে সোমবার মৃত্যু হয় নিশিকান্ত কামাতের। আর এই খবর প্রকাশ্যে আসতেই ফের চোখে জল নেমে এলো গোটা বলিউডের।
সোমবার সকাল থেকেই নিশিকান্ত কামাতের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে জল্পনা শুরু হয়। চলচ্চিত্র পরিচালক মিলাপ জাভেরি ট্যুইট করে নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর জানান। পরে তিনি আবার জানান, নিশির অবস্থা সঙ্কটজনক। তবে সেই খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি। সূর্য ডুবতেই গোধূলিবেলায় শেষ হয়ে যায় নিশিকান্ত কামাতের জীবনের সঙ্গে লড়াই। তবে এখানে কোনও করোনার ঘটনা নেই।
হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন ধরেই লিভারের (সিরোসিস অফ লিভার) অসুখে ভুগছিলেন দৃশ্যমের পরিচালক। সম্প্রতি তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর চিকিৎসা চলছিল পুরোদমে। ২০০৫ সালে মারাঠি সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন নিশিকান্ত কামাত। নিশিকান্তের ডোম্বিভালি ফাস্ট নামের ওই সিনেমা ঘিরে সে বছর মারাঠি দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ চোখে পড়ে।
তারপর আসে স্বীকৃতি। ডোম্বিভালি ফাস্টের জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান নিশিকান্ত। এরপর ২০১৫ সালে মালায়লম সিনেমার রিমেক হিসেবে দৃশ্যম তৈরি করেন নিশিকান্ত। অজয় দেবগন, টাব্বু, সিরিয়া সরণ এবং ইশিতা শেঠের ওই সিনেমা দর্শকদের নজর কাড়ে। দৃশ্যম–এর পাশাপাশি মাদারি, রকি হ্যান্ডসামের মতো ছবিও তৈরি করেন এই চলচ্চিত্র পরিচালক। সোশ্যাল মিডিয়ায় তাই সবাই লিখছেন, ‘‌রেস্ট ইন পিস’‌।