দেশ ব্রেকিং নিউজ

দাম বাড়ল–কমল কিসের?

এবারের বাজেটে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে দরকার টাকার জোগান বাড়ানো। সে কথা মাথায় রেখে অনেকে মনে করেছিল, এবার কর ছাড়া পেতে পারেন মধ্যবিত্তরা। কিন্তু সে পথে হাঁটলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বরং আয়করে ছাড় পেলেন প্রবীণরা। তবে শর্তসাপেক্ষে। আবার বহু পণ্যের উপর বসল এগ্রিকালচারাল ইনফ্রাসক্টাচর অ্যান্ড ডেভেলপমেন্ট সেস। ফলে দাম বাড়ছে বহু পণ্যের। বাজেটের পর বাড়ল মূল্যবৃদ্ধির আশঙ্কা।
বাজেট পেশের পর কার্যত হতাশ আমজনতা। কারণ আয়করে একমাত্র ছাড় পেলেন ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণরা। এই বয়সী নাগরিকদের মধ্যে যাঁরা পেনশনভোগী ও সুদের টাকার দিন কাটান, তাঁদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে না। দিতে হবে না আয়করও। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপের পর বাজারে টাকার জোগান কতটা বাড়বে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। গৃহঋণের ক্ষেত্রেও মিলেছে ছাড়।
কোষাগারে বাড়়ছে ঘাটতি। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পণ্যের উপর সেস চাপানো হয়েছে। কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস বসানো হয়েছে পেট্রোল, ডিজেল, মদ, ডালের উপর। প্রতি লিটার ডিজেলের উপর সেস বসেছে ৪ টাকা আর পেট্রোলে আড়াই টাকা। যার প্রভাব পড়বে পেট্রোপণ্যের দামে। পেট্রোপণ্যের দাম বাড়লে তার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় ও খাদ্য সামগ্রীর উপর। তাই মূল্যবৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে।
এবার দাম বাড়ছে পেট্রোল–ডিজেল, মদ, মোবাইল, মুসুর–ছোলার ডাল, ভোজ্য তেল, আপেল, বিদেশি তুলো, রাসায়নিক, সোনা–রুপো, ইলেকট্রনিক পার্টস, গাড়ির যন্ত্রাংশ। আর কমছে লোহা, তামা, কাঁসা, সার, শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামালের দাম।