আন্তর্জাতিক

মোদীর আবেদন খারিজ আদালতে

অবশেষে ১৩ হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের পথ এবার আরও প্রশস্ত হল। ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে লন্ডন হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নীরব মোদী। সেই আর্জি খারিজ করে দিল আদালত। ফলে পলাতক হীরে ব্যবসায়ীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা রইল না কেন্দ্রের।

ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদী। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদী। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে সায় দিয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন। তারপরই কোটি কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্ত এই অলঙ্কার ব্যবসায়ীকে প্রত্যর্পণের ব্যাপারে আশা দেখছিল ভারত।

ঋণখেলাপি বিজয় মালিয়ার দেখানো পথে হেঁটে ভারতের জেলের মান এবং বিচারব্যবস্থার উপর অনাস্থা দেখিয়ে ব্রিটেনের হাইকোর্টে পালটা আবেদন জানিয়েছিলেন নীরব। তাঁর দাবি ছিল, ভারতে ফিরলে তিনি উপযুক্ত বিচার পাবেন না। আর ভারতে জেলের যা মান, সেখানে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়। এই যুক্তিতে প্রত্যর্পণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর অনুমতি চান তিনি। কিন্তু নীরবের সেই আর্জিও এবার খারিজ হল। নীরবের প্রত্যর্পণের পথ প্রশস্ত হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে কেন্দ্র।