দেশ ব্রেকিং নিউজ

Nipah Virus: কেরলে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস

আতঙ্কের নতুন নাম ‘নিপা’। আপাত নিরীহ নামের এই নিপা ভাইরাস মাথাচাড়া দিচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কেরল পাঠানো হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।

মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত করেছে কেরল সরকার। কোঝিকোড় এলাকায় এই ভাইরাসে ৪ জন আক্রান্ত হয়েছে। কোঝিকোড় মেডিক্যাল কলেজে মোবাইল ল্যাব তৈরি করা হয়েছে। ওখানেই সম্ভাব্য আক্রান্তদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) পরীক্ষাগারটি তৈরি করছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ICMR-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠিয়েছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য। আইসিএমআরের কাছ থেকে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধও আনানো হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নিপা ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল মালয়েশিয়ার একটি গ্রামে। গ্রামের নাম নিপাহ হওয়ায় এর নামকরণ হয়েছিল নিপা ভাইরাস। ২০১৮ ও ২০২১ সালেও এই রাজ্যের কেরলের কোঝিকোড়ে ও মলপ্পুরম জেলায় নিপা ভাইরাসের খোঁজ মিলেছিল। ফের উদ্বেগ বাড়িয়ে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।