দেশ ব্রেকিং নিউজ

Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত কেরলের কিশোর

ফের কেরালায় নিপা ভাইরাসের হানা। পঞ্চমবারের মতো কেরালায় নিপা ভাইরাস শনাক্ত হয়েছে। এবার, মালাপ্পুরমের পান্ডিক্কড় পঞ্চায়েতের একটি ১৪ বছর বয়সী ছেলে সংক্রমিত হয়েছে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ ১৪ বছর বয়সী কিশোরের নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ছেলেটি কোঝিকোড়ের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পান্ডিক্কড় এবং আনাক্কায়াম পঞ্চায়েতে বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। ২১৪ জন ব্যক্তি পর্যবেক্ষণে রয়েছেন, যাদের মধ্যে ৬০ জনকে উচ্চ-ঝুঁকিপূর্ণ বিভাগে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮, ২০২১, ২০২৩ সালে কোঝিকোড়ে এবং ২০১৯ সালে এরনাকুলামে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। কোঝিকোড়ে, ওয়েনাড, ইদুক্কি, মলপ্পুরম এবং এরনাকুলামে একাধিক বাদুড়ের শরীরে এই নিপা ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। সেখান থেকে মানুষ সংস্পর্শে আসতেই শরীরে থাবা বসাতে পারে এই মারণ ভাইরাস।