করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোটা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন সীমান্তের ওপার থেকে গোলাগুলিতে মেতে উঠল সন্ত্রাসবাদীরা। সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু–কাশ্মীরের সীমান্ত। শনিবার থেকে রবিবার পর্যন্ত যৌথবাহিনী জঙ্গি দমনের তল্লাশি অভিযানে নেমে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এই খবর জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী সূত্রে। এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। আহত হয়েছেন দুই সেনা। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
সেনাবাহিনী সূত্রে খবর, চার হিজবুল মুজাহিদিনকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটেছে জম্মু–কাশ্মীরের কুলগাম জেলার হার্দমানগুড়ি বাটাপোরা এলাকায়। রবিবার উত্তর কাশ্মীরে সীমান্ত এলাকা বরাবর কিরণ সেক্টরে পাঁচ জনকে নিকেশ করে ভারতীয় সেনা। এখনও গুলির লড়াই চলছে বলে খবর।
জম্মু–কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, বুধবার রাতে ওই জঙ্গিরা কুলগামের নন্দীমার্গ এলাকার দুই বাসিন্দাকে হত্যা করেছিল। ওই জঙ্গিদের মধ্যে তিনজনকে নিকেশ করা সম্ভব হয়েছে। মৃত জঙ্গিদের নাম ফয়াজ, আদিল এবং মহম্মদ শাহিদ। প্রত্যেকের বাড়ি কুলগামের ডিএইচ পোরা এলাকায়।
