দেশ ব্রেকিং নিউজ

‘‌যা করার করে নিন’‌, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে ভোট ঘোষণার ঠিক পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দপ্তরে টানা ন’ঘণ্টা ইডির জেরা করা হল। নয়াদিল্লির শাহজাহান রোডে জামনগর হাউসে ইডির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অভিষেককে। কয়লা পাচার সংক্রান্ত মামলায়। সকাল পৌনে ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। রাত ৮টা নাগাদ দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিষেক। সংবাদমাধ্যমের সামনে চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ করেন বিজেপিকে। তিনি সাফ বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি বলেই এভাবে হেনস্তা করা হচ্ছে। ভয় দেখিয়ে কিছু করা যাবে না। জীবন দেব, কিন্তু মাথা নোয়াব না। যা করার করে নিন।’

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কয়েকজনের নাম অভিষেকের সামনে রাখা হয়। প্রশ্ন করা হয়, এঁদের সঙ্গে আপনার সম্পর্ক কী? ইডির প্রশ্নপর্বে পুরোদস্তুর সহযোগিতা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে ফের তাঁকে কিছু নথি জমা দিতে আসতে হবে। সেটাও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি তদন্তে তিনি অসহযোগিতা করবেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তবে, তার জন্য বিজেপিকে এতটুকুও ছাড় দেননি তিনি।

এদিন তিনি বলেছেন, ‘ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগিয়ে বিজেপি যদি মনে করে তৃণমূল ভয় পেয়ে যাবে, কংগ্রেসের মতো মাথা নত করবে, তা ভুল। আমাদের যত হেনস্তা করবে, আমরা ততই শক্তিশালী হব। আর সেই শক্তিতেই আগামী দিনে নির্বাচনে বিজেপিকে হারাবে তৃণমূল। বিজেপি রাজনৈতিকভাবে আমাদের হারাতে পারে না, তাই এসব করে। অমিত শাহ তো ২০০ আসনের কথা বলেছিলেন। গাড়ি ৭০-এই থেমে গিয়েছে। ভবিষ্যতেও একই ছবি দেখবেন। এখনই ২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন। আমরা নিচ্ছি না।’