সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের স্বামী নিখিল জৈন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিলেন। এখন থেকে অনুগামীরা ছাড়া আর কেউ তার পোস্ট দেখতে পারবেন না। কিন্তু এমন সিদ্ধান্ত কেন?
নুসরতের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরার পর থেকেই নিখিলও খবরের শিরোনামে উঠে আসেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বারবার বিভিন্ন পোস্টে নিজের বক্তব্য নিখিলকে তুলে ধরতে দেখা যাচ্ছে। কখনও তিনি লিখেছেন, ‘ জীবনটাই বুমেরাং, যে যেমনটা করে, তেমনটাই ফিরে পায়’। আবার কখনও লিখেছেন ‘তুমি পাল্টে গেছো, আমি একই আছি।’ আবার কখনও বা লিখেছেন, ‘ওহ চাঁদ কাহা সে লাওগি’।
নেটিজেনদের অনুমান নিখিল এই পোস্টগুলি লিখেছেন নুসরতের উদ্দেশ্যেই। প্রতিমুহূর্তে নিখিলের ইনস্টাগ্রাম পোস্টের নিচে অজস্র কমেন্ট পড়তে দেখা গিয়েছে। তবে কেন নিজের ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট করলেন নিখিল? নিজের ব্যক্তিগত জীবনকে সকলের আড়ালে রাখতেই কি তিনি এমন সিদ্ধান্ত নিলেন? উত্তরটা অবশ্য এখনও স্পষ্ট নয়। এর আগে নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে আপাতত মুখ খুলতে চাননা বলেই নিখিল জানিয়ে দিয়েছিলেন।