নিকোল কিডম্যানের নিজের দেশ অস্ট্রেলিয়া। তবে স্বামী কেইথ আর্বান ও দুই সন্তান সানডে রোজ (১২) এবং ফেইথ মার্গারেট (৯) এর সঙ্গে বাস করেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের টেনেসি’তে। করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ থাকায় অনেকের মতো নিকোল কিডম্যান তার পরিবার নিয়ে কোয়ারেন্টিন জীবন পার করছিলেন। সম্প্রতি বিমান চলাচল সীমিত আকারে শুরু হওয়াতে ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী অস্ট্রেলিয়াতে এসে মায়ের সঙ্গে মিলিত হন।
আর সেই আবেগ নিজের ইন্সটাগ্রামে তিনি ছড়িয়ে দেন। ইন্সটাগ্রামে কিডম্যান লেখেন, “ মায়ের মাকে জড়িয়ে ধরলাম সত্যি ভালো লাগছে।” তিনি আরও লেখেন, “আমি তার ৮০তম জন্মদিনে থাকতে পারিনি। তবে এখন আমি তার সঙ্গে।”
শুধু দেখা করার জন্যই নয়, অস্ট্রেলিয়াতে তিনি কাজের জন্যও উড়ে গেছেন। তার শুরু হতে যাওয়া নতুন টিভি সিরিজ ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’ এর কাজ সেখানেই হবে। তবে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিধি অনুসারে, সেখানে পৌঁছানোর পর নিকোল কিডম্যানকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। তারপর অস্ট্রেলিয়ার সাউদার্ন হাইল্যান্ডে নিজের বাড়িতে গিয়ে দুবার অস্কার জয়ী এই অভিনেত্রী মায়ের সঙ্গে মিলতে পেরেছেন।