ব্রেকিং নিউজ

রামনবমীতে বাংলায় হিংসার ঘটনায় এনআইএ তদন্ত

রামনবমীতে বাংলায় হিংসার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাই কোর্টের নির্দেশই বহাল রাখে। রাজ্য সরকারের বক্তব্য ছিল, হিংসার ঘটনাগুলি নিয়ে পুলিশ এবং সিআইডি তদন্ত চালাচ্ছে। এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। যদিও আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত দাবি করে হাই কোর্টে মামলা করেছিলেন। রামনবমীকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজ্যের ঘটনা নিয়েও এনআইএ তদন্ত করছে। উচ্চতর আদালত এফআইআর, প্রাথমিত তদন্তে পুলিশের সংগ্রহ করা নথিপত্র, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

উল্লেখ্য,গত ৩০ মার্চ রামনবমীর দিন দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্রসহ মিছিল সংগঠিত হয়েছিল। উৎসবের এই মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাও ঘটে। রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। এরপরই টানা তিনদিন ধরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। জিটি রোডের উপর একটি মিছিলে আচমকাই হামলা চলে বলে অভিযোগ। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। ঘটনার পর থেকে সরব বিজেপি।