দেশ ব্রেকিং নিউজ

জম্মু বিস্ফোরণের তদন্তে এনআইএ

জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর এখনও ড্রোনের উৎস খুঁজে পাননি তদন্তকারীরা। এই অবস্থায় জম্মু বিস্ফোরণের তদন্তভার এনআইএ’‌র হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিস্ফোরণের পর এনআইএর একটি তদন্তকারী দল পৌঁছেছিল জম্মু বিমানঘাঁটিতে। এবার আরও একটি দল দিল্লি থেকে রওনা দিল জম্মুর উদ্দেশে। দু’‌দিন কেটে গেলেও সূত্র অধরা।

এনআইএ’‌র একটি দল ছাড়াও দিল্লি পুলিশের সন্ত্রাস দমনমূলক স্পেশাল সেলের একটি দল জম্মু যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত করছে এনএসজিও। এনআইএ সূত্রে খবর, এই ঘটনার তদন্তের জন্য ইসরোর সাহায্য নেওয়া হতে পারে। শনিবার গভীর রাতে ১টা ৩৭ মিনিটে প্রথম বিস্ফোরণ হয় জম্মু বিমানঘাঁটিতে, তারপর ফের বিস্ফোরণ হয় ১টা ৪৩ মিনিটে। জোড়া বিস্ফোরণে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি না হলেও আহত হন দুই বায়ুসেনা আধিকারিক।
তদন্তকারীদের প্রথমে মনে হয়েছিল, জম্মু বিমান ঘাঁটির কাছাকাছি কোনও এলাকা থেকে বোমারু ড্রোন ওড়ানো হয়েছে। কিন্তু যেহেতু ড্রোনের কোনও ধ্বংসাবশেষ মেলেনি, তাই পাক যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অর্থাৎ পাক সীমানা পার করে বিস্ফোরণ ঘটানো সম্ভব।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, এই ড্রোন চিনে তৈরি হলেও হয়ে থাকতে পারে। পাকিস্তানে এই ড্রোনের যন্ত্রাংশ একত্রিত হয়েছিল, এই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। সবটাই নির্ভর করছে তদন্তের ওপর। জম্মু বিস্ফোরণের পরও পরপর দু’‌দিন রাতে জম্মুতে সেনাঘাঁটিতে ড্রোন দেখা গিয়েছে। রবিবার রাতে ড্রোনটিকে উদ্দেশ্য করে গুলি চালায় সেনা। তারপর সেখান থেকে চলে যায় ড্রোনটি। আর সোমবার গভীর রাতে জম্মুর রত্নুচক এলাকায় সুঞ্জবান সেনাঘাঁটিতে ড্রোন এসেছিল বলে খবর সূত্রের।