The NIA is re-examining Chhatradhar Mahat in two cases from 11 years ago. The Central Bureau of Investigation (CBI) has asked the High Court to cross-examine him in the two cases. If that application is granted, the interrogation phase begins.
জেলা ব্রেকিং নিউজ

এনআইএ জেরার মুখে ছত্রধর মাহাত

গত ফেব্রুয়ারি মাসেই লালগড়ে ফিরেছেন মাওবাদী নেতা ছত্রধর মাহাত। ইউএপিএ মামলায় হাইকোর্ট তার সাজার মেয়াদ কমানোয় তিনি আমলিয়া গ্রামে ফেরেন। সেই পুরনো মামলায় ছত্রধর মাহাতকে ফের একদফা জিজ্ঞাসাবাদ শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (‌এনআইএ)‌। তাই শালবনি কোবরা ট্রেনিং ক্যাম্পে চার সদস্যের দল জিজ্ঞাসাবাদ করছে। এই নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।
জানা গিয়েছে, ১১ বছর আগের দু’টি মামলায় নতুন করে ছত্রধর মাহাতকে জেরা করছে এনআইএ। ওই মামলা দু’টিতে তাকে জেরা করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর হলে শুরু হয় জেরা পর্ব। তৎকালীন জনসাধারণ কমিটির দুই সদস্য, ছত্রধরের সঙ্গী মৃণাল মাহাত এবং চন্দ্রকান্ত মাহাতকে ডেকে পাঠিয়েছিল এনআইএ। তাদেরকে প্রথমে পৃথক পৃথকভাবে জেরা করা হয়। পরে ছত্রধরের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। ডিএসপি কাঞ্চন মিত্রের নেতৃত্বে এনআইএ প্রতিনিধিদল জেরা চালাচ্ছে।
সূত্রের খবর, শুক্রবার একটি মামলায় প্রথম দফার জেরার পর শনিবারও অন্য একটি মামলায় তাকে জেরার জন্য নোটিশ ধরানো হয়েছে। বৃহস্পতিবার তাকে লালগড়ের ধরমপুর অঞ্চলের শালবনি গ্রামে মাওবাদীদের হাতে সিপিএম কর্মী প্রবীর মাহাত খুনের মাম‌লায় জেরা করা হয়।
ছত্রধরের প্রতিক্রিয়া, তিনি মূলস্রোতে ফিরেছেন। রাজনীতি করছেন। তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্বও পেয়েছেন। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার উপর এই চাপ তৈরি করছে। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করেন এনআইয়ের দুই আধিকারিক।তবে তিনি ভীত নন বলেই সাফ জানিয়ে দিয়েছেন।