আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ভারতে খেলতে আসার আগে গুরুতর চোট পেলেন নেইমার

ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন নেইমার। ম্যাচের মাঝেই স্ট্রেচারে চেপে কাঁদতে কাঁদতে তাঁর বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন ফুটবলপ্রেমীরা। এ বার আরও বড় দুঃসংবাদ পাওয়া গেল। নেইমার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন। তাঁর অস্ত্রোপচার করতে হবে। ফলে ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসার সম্ভাবনা প্রায় নেই। দলের সঙ্গে আসার সম্ভাবনাও কম।

উল্লেখ্য, স্যান্টোস বা বার্সেলোনায় খেলার সময় বিরাট বড় চোট পাননি। কিন্তু প্যারিস সঁ জরমঁয় থাকাকালীন বহু বার চোট পেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস্ করেছেন। এই বছরের মাঝামাঝি তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানে কিছু ম্যাচ খেলতে না খেলতেও বড় চোট পেলেন। ফলে আগামী কয়েক মাসও তাঁর খেলা হবে না। নেমারের গুরুতর চোটের খবর জানিয়েছে আল হিলালই।