রাজ্য লিড নিউজ

কেন্দ্রের বঞ্চনা! আগামী সপ্তাহে দু’দিনের ধর্নায় মুখ্যমন্ত্রী!

কেন্দ্র সরকারের বঞ্চনা নিয়ে সরব তিনি। এবার সেই ইস্যুতে বড় সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, এবার ধর্নায় বসতে চলেছেন তিনি। আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেদকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দেবেন। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, ২৯ তারিখ বেলা ১২টায় ধর্নায় বসবেন তিনি। আবার পরের দিন ৩০ তারিখ সন্ধ্যাবেলা শেষ করবেন। তারপর ব্লকে ব্লকে কর্মসূচি হবে বলেও জানান।

একাধিক প্রকল্পের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য টাকা দেয় না। তিনি এদিনও জানিয়েছেন, এবারেও বাংলাকে এক টাকা দেওয়া হয়নি। একমাত্র রাজ্য বাংলা যাকে কিছুই দেওয়া হয়নি। তাঁর দাবি, ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক ক্ষেত্রে কেন্দ্র বঞ্চনা করেছে। অভিযোগ, ৫৫ লক্ষ বাড়ির টাকা বকেয়া আছে। রাস্তার টাকা এখনও পর্যন্ত ছাড়েনি। এদিকে ১১ লক্ষ বাড়ি রাজ্য সরকার করেছে, ১২ টি নতুন রাস্তাও করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প খাতে রাজ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায়, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও কিছু হয়নি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীকেও অবগত করা হয়েছে এই বিষয়ে। কিন্তু তা সত্ত্বেও কিছু পদক্ষেপ নেওয়া হয়নি, এদিকে কথায় কথায় কেন্দ্রীয় দল চলে আসছে বাংলায় বলে অভিযোগ। এইভাবে দেশ চলতে পারে না বলে দাবি মমতার। সেই প্রেক্ষিতেই মোদী সরকারের একনায়কতন্ত্র মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন তিনি। তাঁর হুঁশিয়ারি, আন্দোলন ব্লক স্তরে ছড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ওড়িশা সফরে রওনা হন দেওয়ার আগে দিল্লিতে ধর্নায় বসার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।