দেশ ব্রেকিং নিউজ

প্রধান বিচারপতি এনভি রমনা

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এনভি রমনা। এই খবর মিলেছে আদালত সূত্রে। মঙ্গলবার তাঁকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন তিনি। এতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এসএ বোবদে।
এই মুহূর্তে বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদের পরেই এনভি রমনার জায়গা। নিয়মরক্ষার মতো হলেও তাঁর নামই যে পরবর্তী প্রধান বিচারপতি বোবদে সুপারিশ করবেন, তা প্রত্যাশিত ছিল। দু’সপ্তাহ আগেই সেটাই করেছিলেন বোবদে।
উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় ডিভিশন বেঞ্চের সদস্য ছিলেন তিনি। তার মধ্যে অন্যতম, অযোধ্যা মামলা এবং আধার সম্পর্কিত মামলা। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে রমনের মেয়াদ হবে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রমনা। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। পরে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি হন তিনি। এরপর ২০১৪ সালে পদোন্নতি হয় তাঁর। সেবছরেরই ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে পা রাখেন রমন।