দেশ ব্রেকিং নিউজ

১৩ সেপ্টেম্বর শরদ পাওয়ারের বাংলোয় INDIA জোটের পরবর্তী বৈঠক

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। ঠিক তার আগেই ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ মেগা বৈঠক। জানা গিয়েছে, চতুর্থ বৈঠকে শুধুমাত্র সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যরা যোগ দেবেন। এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাংলোয় ওই বৈঠক হবে বলে বিরোধী জোটের সূত্রে জানা গিয়েছে। বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার দিনক্ষণ এবং স্থান নির্ধারিত হতে পারে বলেই জানা গিয়েছে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, ৩১আগস্ট ও ১ সেপ্টেম্বর, এই দু’দিন মুম্বইতে বিরোধী জোটের মেগা বৈঠকের ডাক দিয়েছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। আয়োজকের তালিকায় নাম ছিল কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে। জোটের বার্তাবাহী ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ নামের স্লোগানও চালু করা হয়। ওই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়েও কথা হয়। মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ১৪ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিও গঠন করে ‘ইন্ডিয়া’।