আন্তর্জাতিক

আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত জটিল

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তাঁর চিকিত্‍‌সকেরা। শনিবার হাসপাতাল থেকেই একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো। তবে সামনের দিনগুলিতেই আসল পরীক্ষা। টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি এসব বলেন। চার মিনিটের ভিডিয়োয় ওয়াল্টার রিডের মেডিক্যাল টিমকে তিনি ধন্যবাদ জানান। ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা চেষ্টার কোনও খামতি রাখছেন না।
এদিকে ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানান, এখনও বিপদ কেটে যায়নি। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ জানান, এখনও সুস্থতার পথে এগোননি ট্রাম্প। আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য ক্রিটিক্যাল। প্রথমবার মাস্ক এবং সাদা গাউন পরে সংবাদিক বৈঠকে আসেন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক। এই হাসপাতাল সূত্রের খবর, সামান্য জ্বর–সর্দি রয়েছে ট্রাম্পের। নাক বন্ধ। কিন্তু তাঁর বয়স যেহেতু ৭৪, সঙ্গে ওবেসিটিও রয়েছে, তাই বিশেষজ্ঞদের একাংশ কিছুটা হলেও চিন্তিত। হাসপাতালে এখনও তাঁকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়নি বলে খবর।
হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্পকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন থেকে শুরু করে এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনও।