দেশ

গঙ্গায় ভাসমান ২১ দিনের শিশুকন্যা

উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় পাওয়া গেল ২১ দিনের শিশু কন্যাকে৷ কাঠের বাক্সের মধ্যে ভরা অবস্থায় শিশুটিকে পাওয়া গেল৷ গাজীপুরের সদর কোতয়ালি এলাকার দাদরি ঘাটের কাছে হঠাৎই মানুষজন কান্নার আওয়াজ শুনতে পান৷ কান্নার আওয়াজ শুনে বাক্সটি খোলা হলে দেখা যায় ভিতরে এক শিশু কন্যা রয়েছে৷ বাক্সে শিশু কন্যাটির জন্মকুণ্ডলী ও ঠাকুর দেবতার ছবি ছিল৷
জানা গিয়েছে, ওড়নায় মোড়া শিশুটিকে এভাবে পেয়ে এক নৌ–চালক স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে অনাথ শিশুদের আশা জ্যোতি কেন্দ্রে পৌঁছে দেয়৷ ঘটনাটির তদন্তও শুরু করেছে পুলিশ৷ দাদরী ঘাটের একটি দুধের শিশুকে এভাবে পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে৷ কীভাবে একটি শিশু কন্যাকে জেনে বুঝে কাঠের বাক্সে এভাবে ভাসিয়ে দেওয়া হল তা নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে৷

মেয়েটির বাক্সটি একেবারে নতুন ছিল, বাচ্চাটির চারপাশে বাক্সের মধ্যে ঠাকুর, দেবতার ছবি লাগানো ছিল৷ মেয়েটিকেও ওড়না দিয়ে মুড়িয়ে তার পাশে মেয়েটির জন্মের কুণ্ডলীও রাখা ছিল৷ জন্মকুণ্ডলীতে মেয়েটির নাম গঙ্গা লেখা রয়েছে৷ বাচ্চাটিকে গঙ্গা থেকে ভাসমান বাক্স থেকে উদ্ধার করার পর সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়৷ প্রথমে এই শিশু কন্যাটিকে এক নাবিক নিজের বাড়িতে নিয়ে যায়৷ তার পরিবার বাচ্চাটিকে পালন করতে চাইছিল৷ কিন্তু স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ পুলিশের দল উদ্ধারকারী নাবিকের বাড়ি থেকে শিশুটিকে আশা জ্যোতি কেন্দ্রে নিয়ে যায়৷