ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চ থেকে ১২৪ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।তবে,কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমনকী সুনামির সতর্কতাও জারি করা হয়নি। যদিও এদিন জোরাল কম্পন অনুভূত হয় অকল্যান্ড দ্বীপ পর্যন্ত। প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের জেরে মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ঘরবাড়ি।
কিছুদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানা গিয়েছিল, নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেসময় উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।