আজকের ম্যাচ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও জিইয়ে রাখল নিউজিল্যান্ড। পয়েন্ট তালিকায় তিন থেকে দু’ নম্বরে উঠে এল উইলিয়ামসনের দল।
শুক্রবার টস জিতে নামিবিয়া প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেননি। মার্টিন গাপ্তিল (১৮) বিধ্বংসী ব্যাটিং করতে পারেননি। নিউজিল্যান্ডের প্রথম উইকেট যায় ৩০ রানে। ওপেনার ড্যারিল মিচেল করেন ১৯ রান। কিউয়িদের রান তখন ২ উইকেটে ৪৩। প্রথম ১০ ওভারে ঝড়ের গতিতে রান তুলতে পারেনি নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ২৮ রানে বোল্ড হন। কিউয়িরা তখন ৩ উইকেটে ৮১। ডেভন কনওয়ে (১৭) বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন ও মাইকেল জুটিতে ৪৭ রান যোগ করেন। মাইকেল ব্যক্তিগত ২৫ রানে ডাগ আউটে ফেরেন। বার্ড যখন আউট হন, তখন নামিবিয়ার রান ২ উইকেটে ৫১। অধিনায়ক ইরাসমাস (৩) বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ডেভিড ওয়েইজ ১৬ রান করেন। শেষ চার ওভারে নিউজিল্যান্ড ম্যাচটা হাতের বাইরে নিয়ে গিয়েছিল। নামিবিয়ার ব্যাটাররা সেই ঝড় আর তুলতে পারেননি শেষের দিকে। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারের শেষে নিউজিল্যান্ড করে ৪ উইকেটে ১৬৩ রান। জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে করে ৭ উইকেটে ১১১ রান।