মরুশহরে, বুধবার জিমি নিশাম ও মিচেলের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে নিল নিউজিল্যান্ড।
বুধবার টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। জস বাটলার ও জনি বেয়ারস্টো ওপেনিং জুটিতে ৩৭ রান করেন। বেয়ারস্টো(১৩) এবং বাটলার (২৯) রানে ঘরে ফেরেন। ইংল্যান্ডের রান তখন ২ উইকেটে ৫৩। এর পরে মালান ৩০ বলে ৪১ রান করেন। চারটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। মঈন আলি ও লিভিংস্টোন দু’জনে ৪০ রান জোড়েন। জিমি নিশামের বলে আউট হন লিভিংস্টোন (১৭)। অ্ন্যদিকে মঈন আলি ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় বলেই উইকেট হারায়। মার্টিন গাপ্তিলকে (৪) ফেরান ক্রিস ওকস। এরপর উইলিয়ামসনও (৫) দ্রুত ফিরে গেলেন ওকসের বলে। নিউজিল্যান্ড তখন ২ উইকেট হারিয়ে রান মাত্র ১৪। ডারিল মিচেল ও কনওয়ে ইনিংস ভালো খেলেছেন। দু’জনে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন। লিভিংস্টোনকে মারতে গিয়ে আউট হন কনওয়ে (৪৬)। ৯৫ রানে তৃতীয় উইকেট যায় নিউজিল্যান্ডের। চাপ বাড়তে থাকে। দ্রুত রান তুলতে গিয়ে ফিলিপস আউট হন (২)। ১১ বলে ২৭ রান করে নিশাম খেলা ঘুরিয়ে দেন। তাতে চাপে পড়ে যায় ইংল্যান্ড। নিশামের দুরন্ত ব্যাটিং নিউজিল্যান্ডকে জয়ের নাগালে পৌঁছে দেয়। শেষ ২ ওভারে দরকার ছিল ২০ রান। এক ওভার বাকি থাকতেই সারেন মিচেল (অপরাজিত ৭২) জয় এনে দেয় নিউজিল্যান্ডকে।