দেশ ব্রেকিং নিউজ

নতুন বছরের সঙ্গী ওমিক্রন, দেশে আক্রান্ত ৫৭৮

বছর শেষেও চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। এবার দাপট দেখাচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। দেশে নিম্নমুখী কোভিড গ্রাফেও কাঁটা এই ওমিক্রন। দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও গোটা দেশে একদিনে আক্রান্ত ৬৫৩১ জন। পাশাপাশি বেড়েছে মৃত্যুহার। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেশের ৩১৫ জনের।

স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের ৫৭৮ জন করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। তাদের চিকিত্সা চলছে।

অন্যদিকে খবর পাওয়া গিয়েছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে সিডনির বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধের। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওই বৃদ্ধের করোনার দুটি টিকাই নেওয়া ছিল। জানা গিয়েছে, এজ কেয়ার ফেসিলিটি- তে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রনে আক্রান্ত হন তিনি।

এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফ। এমনকি ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফের পরিবারের দুই সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

মহামারীর রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই বৃদ্ধের মৃত্যু আবারো একবার চিন্তায় ফেলল অস্ট্রেলিয়াকে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি আগের স্ট্রেনের তুলনায় আরও সংক্রামক হলেও কম মারাত্মক।