সামনেই নতুন বছরের শুরু! যদিও বা ভ্যাকসিন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তারপরেও অনেকেই নিয়ম ভেঙেই ঘুরে বেড়াচ্ছেন। মুখে মাস্ক নেই, অনেকেই স্যানিটাইজার ব্যবহার বন্ধ করে দিয়েছেন। অনেক কোভিড আক্রান্ত রোগীরা এই ধারণা নিয়েই বসে আছেন যে তাদের আর ভাইরাস দ্বারা সংক্রমণ হবে না। ছুটির দিন মানেই নিজেকে রোগের কবলে ফেলবেন না। নিজেকে যদি সতর্ক না করেন তবে এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে।
এখন বেশিরভাগ করোনা হলে না থাকছে জ্বর, না থাকছে স্বাদ এবং গন্ধের সমস্যা – বরং গলা চুলকানির অনুভূতি খুবই কম থাকছে। অনেকেই মনে করছেন এটি নিয়ে একেবারেই ভয় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, এই ভ্যারিয়েন্টটিকে একেবারেই হালকা চালে নেওয়া যাবে না। কারণ এটি সাইলেন্ট কিলারের মতো আপনি বুঝতে পারার আগেই ক্ষতি হয়ে যাবে।
সহজেই বোঝা যাচ্ছে না ঠিক কীভাবে এটি মানুষকে সংক্রমিত করতে পারে। এমনকি ভারতের বুকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটিও সহজে কাজ করবে না ওমিক্রন সংক্রমণে এমনটাই জানা গিয়েছে। বিশেষ করে করোনা ভাইরাসের প্রজাতির ক্ষেত্রে কোনোকিছুই সঠিক করে বলা সম্ভব নয়। তাই কেমন সতর্কতা অবলম্বন করা যেতে পারে?
অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। যতটা সম্ভব দুরে থাকুন। ট্রেনে বাসে দরকার ছাড়া না চাপাই ভাল। অনুষ্ঠান, যেখানে মানুষজন একত্র হতে পারে, সেইসব জায়গা এড়িয়ে চলুন। একান্তই সুযোগ না থাকলে নিজেকে সতর্ক রাখুন, মাস্ক পরে থাকুন। বারে বারে হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিন। বাড়ি ফিরে এসে গরম জল দিয়ে হাত পা ধোয়ার অভ্যাস করুন।
বাচ্চাদের ক্ষেত্রে বারবার ওদের হাইজিন থাকতে বলুন। গরম জল খাওয়ান। ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন।