রাজ্য লিড নিউজ

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় নয়া মোড়

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে উঠে এসেছে এক চিঠি। সেই চিঠি কার লেখা তা পুলিশকে ভাবাচ্ছিল। এবার সেই রহস্যেরই সমাধান সূত্র হাতে পেয়েছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে, ধৃত দীপশেখর দত্তই ওই চিঠিটি লিখেছিলেন! গত বুধবার রাতে যাদবপুরের মেন হস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডু নামের এক পড়ুয়ার। মৃত পড়ুয়ার বাবার অভিযোগ, র্যা গিংয়ের শিকারের বলি হয়েছে তার ছেলে।

এই ঘটনায় ইতিমধ্যেই সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মানস ঘোষ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চারদিন পর সামনে আসে হলুদ রঙের একটি ডায়েরির কথা। কী ছিল ওই ডায়েরিতে সেই নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে। পরে জানা যায়, চিঠিটি ‘ডিন অফ স্টুডেন্টস’-এর উদ্দেশে লেখা। সেই চিঠির নীচে ছিল মৃত পড়ুয়ার সই, এমনকী চিঠির শুরুতে তাঁর নামও লিখেছেন। চিঠির পরতে পরতে ছিল র্যা গিংয়ের অভিযোগ। অভিযোগ করা হয়েছে, সিনিয়ররা হস্টেলের পরিবেশ নিয়ে ভয় দেখিয়েছেন। এমনকী চিঠিতে একজনের নামেরও উল্লেখ করা হয়েছে। মৃতের বাবার দাবি ছিল, ওই চিঠি তাঁর ছেলের লেখা নয়। সূত্রের খবর, ধৃত দীপশেখর পুলিশি জেরায় স্বীকার করেছেন যে, চিঠিটা তাঁরই লেখা। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে দীপশেখর ওই চিঠি লিখেছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।