এক সপ্তাহ হয়ে গেল,কিন্তু আনিস কান্ডে জট কাটেনি৷ এদিকে ঘটনায় তোলপাড় রাজ্য৷ এরই মধ্যে সিট এর হাতে এল আনিসের বাড়ির মোবাইল৷ এবার দেখার বিষয় তদন্ত কোন দিকে মোর নেয়৷
হাইকোর্টের নির্দেশে শুক্রবার আনিসের বাবা টিআই প্যারেডে অংশ নেন৷ তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। তবে এদিন সিটের হাতে তুলে দেওয়া হল আনিসের মোবাইল ফোনটি৷ এতদিন আনিসের পরিবার ওই মোবাইলটি নিজেদের কাছে রেখেছিল৷ দাবি ছিল, সিবিআই তদন্তের,তাদের হাতেই মোবাইল তুলে দেওয়ার কথা বলেছিল আনিসের পরিবার৷ কিন্তু হাইকোর্টের নির্দেশে ঘটনার এক সপ্তাহ পর রাজ্য সরকারের তদন্তকারী দল সিট হাতে পেল মোবাইলটি৷
তদন্তকারীদের আশা, আনিসের মোবাইলটি তদন্ত এগিয়ে নিতে যেতে সাহায্য করবে৷ ঘটনার আগে কাদের ফোন এসেছিল,সেখানে কী কথা হয়েছিল,সে সব বিষয় জানার চেষ্টা করবে সিট৷