দেশ ব্রেকিং নিউজ

কোচিতে নয়া পরিবহন, ‘ওয়াটার মেট্রো’

কেরলের এই শহরের আশপাশের বহু দ্বীপে যাতায়াতের জন্য এ বার থেকে তাঁদের ঘরের কাছেই হাজির থাকবে ‘কোচি ওয়াটার মেট্রো’। ২৫ এপ্রিল, মঙ্গলবার এই নয়া পরিবহণ ব্যবস্থার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাটারি চালিত এই ওয়াটার মেট্রো ১০টি দ্বীপকে সংযুক্ত করবে। “ওয়াটার মেট্রো” দেশকে উৎসর্গ করার পাশাপাশি মঙ্গলবার তিরুবনন্তপুরমে আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে তিরুবনন্তপুরমের ডিজিটাল সায়েন্স পার্কের শিলান্যাসও।

দেশে এই প্রথম জলপথে মেট্রো চলাচল করবে। কোচির মতো ছোট শহরের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও নয়া আকর্ষণ হতে পারে এই পরিবহণ ব্যবস্থা। এই মেট্রোর হাত ধরে রাজ্যের পর্যটন শিল্প লাভবান হবে বলে দাবি করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নামে মেট্রো হলেও আদতে এগুলি এক একটি ব্যাটারিচালিত বোট। কোচির জলপথে ৭৮টি বিদ্যুৎচালিত হাইব্রিড বোট চলবে। সে জন্য ৩৮টি টার্মিনাল তৈরি করা হয়েছে। তার মধ্যে কোচি শিপইয়ার্ডে তৈরি হয়েছে ২৩টি বোট। ব্যাটারিচালিত এই বোটগুলি ১৫ মিনিটে পুরোপুরি চার্জ করা যাবে।