ব্রেকিং নিউজ রাজ্য

অভিষেকের নেতৃত্বে ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল, কলকাতায় পোস্টার বিতর্ক

“আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবেন নতুন তৃণমূল, ঠিক যেমন মানুষটা চায়” -অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ এই বাক্য লেখা পোস্টার পড়ল খাস কলকাতায়। শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। নতুন তৃণমূল বলতে কি? কারা লাগালো এই পোস্টার?

কলকাতা শহরের হাজরা মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল আসছে এমন পোস্টারে ছয়লাপ হয়ে গেছে এলাকা। কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্রিত ও কলরব নামে এই পোস্টার দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এমন কোন বেসরকারি সংস্থা বা এনজিও তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের ছবি দিয়ে এই পোস্টার ছাপানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে বাদ দিয়ে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকায় তৈরি হয়েছে বিতর্ক।

তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলবে? এমনটাই কি বার্তা দেওয়া হয়েছে পোস্টার এর মাধ্যমে। যদি এ বিষয়ে ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এই ধরনের কোন পোস্টার দেখিনি। বলতে পারব না।”

এরই মাঝে নতুন তৃণমূল নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত তৃণমূল কংগ্রেসের জন্য ডেড লাইন বেঁধে দিয়েছেন চলতি বছরের ডিসেম্বর মাস। তবে নতুন তৃণমূল প্রসঙ্গে মুখ খুলতে রাজি নয় শাসক দলের কোনো নেতা। তবে কি, আগামী দিনে রাজ্যে প্রতিষ্ঠা হতে চলেছে অভিষেক রাজ? উত্তর দেবে সময়।