বিনোদন ব্রেকিং নিউজ

কালীপুজোয় অনুরাগীদের জন্য নতুন চমক দেবের

কালীপুজোর দিন ভক্তদের নতুন চমক দিলেন দেব। জানিয়ে দিলেন, ‘গোলন্দাজে’র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার ‘রঘু ডাকাত’ হয়ে বড় পর্দায় আসছেন। খালি গায়ে, পেশি ফুলিয়ে, হাতে খাঁড়া নিয়ে ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুকও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। গোলন্দাজের পর দেবের এই ছবির পরিচালকও ধ্রব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ হাত মিলিয়েই ছবিটি তৈরি করছে। জানা গেছে, পরের বছরে শুরু হবে এই ছবির শুটিং।

ডাকাতের কাহিনী নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজরাও ভয়ে কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়।

সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকেও সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রে বড়পর্দায় দেখা যাবে দেবকে