দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল নিম্নমুখী। নতুন বছরে যা সামান্য স্বস্তিই দিচ্ছিল দেশবাসীকে। কিন্তু বুধবার ফের বাড়ল সংক্রমণ। গতকালের তুলনায় অনেকটাই বেশি একদিনে কোভিডে মৃত্যুর সংখ্যাও। দেশে বেড়েই চলেছে নতুন প্রজাতির করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৮। বুধবার আক্রান্ত আরও ১৩ জন।
এদিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮৮ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। ফলে দেশে মোট কোভিড আক্রান্ত বেড়ে হল ১ কোটি তিন লক্ষ ৭৪ হাজার ৯৩২। একদিনে করোনা কেড়েছে ২৬৪ জনের। আর এর সঙ্গেই ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল দেড় লক্ষের গণ্ডি। মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫০ হাজার ১১৪ জনের।
এদিন মন্ত্রকের সচিব রেনু স্বরূপ সংবাদমাধ্যমে জানান, ‘আজ পর্যন্ত গোটা দেশে মোট ব্রিটেনের নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হলেন ৭১ জন।’ এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগী ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬ জন। করোনার নতুন প্রজাতিতে জর্জরিত ব্রিটেন। ভারতেও ইতিমধ্যেই হদিশ মিলেছে নয়া জাতের। তবে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। যাঁরা জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে আগামী ১৩ জানুয়ারি থেকেই করোনার টিকাকরণ শুরু হবে দেশে। দেশে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন নয়া জাতের উপরও কার্যকরী হবে বলে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার আগেই নতুন এই ভাইরাসটি নিয়ে সতর্ক করেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, ‘গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হয়েছে। স্যাম্পেল টেস্ট, নজরদারি, কনন্টেইনমেন্ট করার ব্যাপারে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন ৩৩,০০০ যাত্রী।