সদ্যই সাত পাকে বাঁধা পরেছেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল৷ সেই বিয়ের রেশ এখনও কাটেনি৷ এর মধ্যেই শোনা যাচ্ছে, আরও এক তারকা জুটির বিয়ের খবর৷এই তারকা জুটির নাম আলিয়া ভাট এবং রণবীর কাপুর৷
বি টাউনে আলিয়া ভাট আর রণবীর কপূরের বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের ছাদনাতলার স্থান নির্বাচন নিয়ে কথাও শুরু হয়েছে৷সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বর বা ২০২৩-এর জানুয়ারিতেই চার হাত এক হতে চলেছে রালিয়ার। তবে ক্যাটরিনা, দীপিকা, প্রিয়াঙ্কাদের মতো অন্য কোথাও নয়, মুম্বইতেই যে তাঁরা বিয়ে করবেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি, অনেক টাকা খরচ করে বিলাসবহুল ভাবে বিয়ে করতেও রাজি নন আলিয়া আর রণবীর। সাদামাঠা ঘরোয়া পরিবেশেই তাঁরা বিয়ে করতে চান বলে জানা গিয়েছে। আলিয়ার বাবা মহেশ ভট্ট আর রণবীরের কাকার বয়সজনিত কারণে তাঁদের পক্ষে দূরে অন্যত্র গিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়, সে কারনেই পরিবারকে প্রাধান্য দিয়ে আলিয়া-রণবীর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। মুম্বইয়ের এক সাত তারা হোটেলেই তাঁদের চার হাত এক হতে চলেছে বলেও জানা গিয়েছে।
২০১৮ সাল থেকে রণবীর কপূর আর আলিয়া ভাটের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি প্রথম দিকে লুকিয়ে রাখলেও পরে রণবীর এক সাক্ষাৎকারে স্বীকার করেন তাঁর এই সম্পর্কের কথা। এবার সেই সম্পর্ক কে স্বীকৃতি দিতে চলেছেন রালিয়া জুটি৷ আর সেই অপেক্ষায় রালিয়া জুটি- অনুরাগীরা৷