এবার দেশ জুড়ে প্রায় ৫ কোটি পিএফ গ্রাহকদের জন্য সুখবর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের বিশাল বড় এক সমস্যার হাত থেকে বাঁচিয়ে দিতে চলেছে EPFO কর্তৃপক্ষ। পুরনো নিয়ম অনুযায়ী, চাকরি বদল করলে পুরোনো পিএফ অ্যাকাউন্ট বদল করতে হত। কিন্তু নতুন নিয়মে সেটা আর করতে হবে না। চাকরি বদল করলেও এবার থেকে পুরোনো ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যাবে নতুন অ্যাকাউন্ট।
এবার One UAN One EPF নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। আগে একজনের একটিই UAN নম্বর চালু ছিল। ফলে চাকরি বদল করলেও UAN নম্বর একই থাকত। কিন্তু অন্য কোম্পানির আলাদা EPF অ্যাকাউন্ট তৈরি হত। ফলে পুরোনো অ্যাকাউন্ট থেকে নতুন কোম্পানির EPF অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে সমস্যায় পড়তে হত গ্রাহকদের। যা ছিল অনেকটা সময় সাপেক্ষ। এবার সেই সমস্যার সমাধান করে ফেলছে EPFO কর্তৃপক্ষ। ইতিমধ্যেই EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিও এর জন্য একটি সেন্ট্রাল আইটি সিস্টেম তৈরির অনুমোদন দিয়ে দিয়েছে।
EPFO একটি সেন্ট্রালাইজড আইটি সিস্টেম তৈরি করছে। যা তৈরি করছে সেন্টাল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বা সি-ড্যাক। এটি তৈরি হয়ে গেলে আর পিএফ গ্রাহকদের কোন ঝামেলা থাকবে না। চাকরি বদল হলেও পুরোনো UAN নম্বরের মতো পুরোনো EPF অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে না। পিএফ অ্যাকাউন্ট নম্বর একই থাকবে। স্বয়ংক্রিয়ভাবেই তা ট্রান্সফার হয়ে যাবে। গ্রাহকদের অ্যাকাউন্ট স্থানান্তর নিয়ে আর কোন মাথাব্যথা থাকল না।