দেশ ব্রেকিং নিউজ

শিক্ষার প্রসার ঘটাতে নয়া প্রকল্প অসমে

আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য এবার নতুন প্রকল্প চালু হল অসমে। প্রকল্পের নাম ‘বিদ্যা রথ: স্কুল অন হুইলস’। প্রথাগত শিক্ষালাভ থেকে দরিদ্র ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয়,সেই উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করল অসম সরকার। এই প্রকল্পটির উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রান্তিক শ্রেণির ছেলেমেয়েদের মধ্যে প্রথাগত শিক্ষার প্রসার ঘটাবে ‘বিদ্যা রথ’। এই প্রকল্পের সুবিধা পাবেন একেবারে প্রান্তিক শ্রেণির পরিবারের ছেলেমেয়েরা। যারা এতদিন প্রথাগত শিক্ষা লাভ থেকে বঞ্চিত ছিলেন, তাদের মধ্যেই শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে ১০ মাস সাধারণ শিক্ষা পাবেন এই ছেলেমেয়েরা। স্কুল অন হুইলস –এর গাড়িগুলি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রাথমিক শিক্ষা দেবে। ওই ছেলেমেয়েদের প্রথাগত শিক্ষার জন্য তৈরি করে তবেই স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এমনকী এই প্রকল্পে ওই দরিদ্র পড়ুয়াদের বিনামূল্যে মিড ডে মিল, পোশাক এবং পড়ার জন্য বইও দেওয়া হবে অসম সরকারের পক্ষ থেকে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট এই প্রকল্পের সূচনা করেন।