এক দক্ষিণপন্থীকে সরিয়ে আগমন হল আরও এক দক্ষিণপন্থীর। ইজরায়েলে রাজনৈতিক ডামাডোলের মধ্যেই গদিচ্যুত হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর ১২ বছরের শাসনকাল শেষে দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট। মাত্র এক ভোটে হার। আর তার ফলেই ইজরায়েলের মসনদ থেকে ক্ষমতাচ্যুত হলেন দীর্ঘ ১২ বছরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলি সংসদে ভোটাভুটিতে জাতীয়তাবাদী আট দলের জোট জিতল ৬০-৫৯ ব্যবধানে। নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসানের খবরে এদিন তেল আভিভের রাস্তায় হাজার মানুষের ঢল। আনন্দে মাতোয়ারা তাঁরা।
নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল ক্রমশ। রবিবার ইজরায়েলের সংসদে ভোটাভুটিতে হেরে যান নেতানিয়াহু। তাঁর পক্ষে ভোট পড়ে ৫৯টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি বেশি। তার পরেই তেল আবিবের রবিন স্কোয়্যারে আনন্দে মাতেন নেতানিয়াহুর বিরোধীরা। ‘বাই বাই বিবি’ (নেতানিয়াহুকে ‘কিং বিবি’ বলেই ডাকতেন তাঁর সমর্থকরা) পোস্টারে ভরে যায় চারদিক। অভিযোগ, বিরোধীদের দমনপীড়ন থেকে শুরু করে, সরকার ও প্রশাসনকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার ক্ষেত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত। রবিবার সংসদের ভোটে জিতেই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ৪৯ বছরের বেনেট। আর তাঁর আগমনেই নতুন সরকার গঠনের সঙ্গে ইতিহাস হয়ে থাকল ইজরায়েলের রাজনীতি। এই প্রথম ইহুদী দেশের সরকারে যেমন অতি দক্ষিণপন্থীরা আছেন, তেমনই আরব মুসলিমরাও আছেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পরে ৭১ বছরের নেতানিয়াহু বলেন, ‘বিরোধী হওয়া আমাদের ভবিতব্য ছিল। যতদিন না আমরা এই বাজে সরকারকে সরিয়ে ফের দেশের ক্ষমতা দখল করছি ততদিন আমরা মাথা উঁচু করে আমাদের দায়িত্ব পালন করব।’ ২০০৯ সালে
দ্বিতীয়বার ইজরায়েলের মসনদে বসেছিলেন নেতানিয়াহু। দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। জেরুজালেমের আদালতে তাঁর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে, তাঁর জেলে যাওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা। অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া বেনেট বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই দেশের উন্নতির কাজ করবে। আমরা গোটা ইজরায়েলের প্রতিনিধিত্ব করব।’