প্রায় আড়াই মাস পর ফের পুরসভার পুরপ্রশাসক পদে বসলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ থেকেই কাজ শুরু করলেন। বিদায়ী পুর প্রশাসক তাপস ভট্টাচার্য্য দায়িত্ব হস্তান্তর করার পরই পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো নব দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক রবি বাবুকে।