ব্রেকিং নিউজ রাজ্য

করোনা রুখতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ

রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে জানান হয়েছে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা৷ মূলতঃ যাঁরা এখনও টিকার প্রথম ডোজ নিতে পারেননি বা অসুস্থ থাকার কারণে টিকা পাননি তাঁদেরকেই চিহ্নিত করে এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ করোনা সংক্রমণ আটকাতে টিকাকরণ ছাড়া কোন গতি নেই।

ইতিমধ্যেই, জাতীয় স্বাস্থ্য মিশনের শীর্ষ কর্তা এবং সচিব সৌমিত্র মোহন বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচি শুরু করার জন্য নির্দেশিকা জারি করেছেন। প্রতিটি জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সর্বত্র স্বাস্থ্য এবং আশা কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে টিকাকরণ নিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে৷ 

রাজ্যে করোনার টিকাকরণ এখনও পর্যন্ত ৮ কোটি ১৭ লক্ষ ৯৮ হাজার জন টিকা পেয়েছেন৷ কিন্তু এই সংখ্যার মধ্যে অনেকেরই দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি৷ 
টিকাকরণের প্রয়োজনীয়তা বোঝানো সত্ত্বেও অনেকেই এখনও নানা কারণে প্রথম ডোজের টিকাও নেননি৷ অনেকের দ্বিতীয় ডোজ বাকি রয়ে গেছে। টিকা নিতে অনিচ্ছুক হলে তাঁকে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝান হবে, টিকা দেওয়ারও ব্যবস্থা করা হবে৷ শয্যাশায়ী থাকার কারণে যাঁরা টিকা পাননি, তাঁদেরকেও বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হবে৷