দেশ লিড নিউজ

ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় এবার প্রকাশ্যে এল কেন্দ্রের চাঞ্চল্যকর তথ্য।

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের সংসদের লগইন আইডি শুধুমাত্র দুবাই থেকেই নয়, নিউজার্সি ও বেঙ্গালুরু থেকেও ব্যবহার করা হয়েছিল। সেই সময় মহুয়া উপস্থিত ছিলেন কলকাতা ও তারপর উপস্থিত ছিলেন দিল্লিতে।

এবার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রকের লগ থেকে এমনটাই জানা গেল। ইতিমধ্যেই মহুয়া মৈত্রর পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি।

এবার আরও কড়া হচ্ছে সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম। জানা গিয়েছে, কোনও ভাবেই তৃতীয় পক্ষ যেন ওই ওয়েবসাইটে ঢুকে কোনও সাংসদের তরফে প্রশ্ন করতে না পারে তা নিশ্চিত করতে এবার থেকে একটি ওটিপিও সংশ্লিষ্ট সাংসদের রেজিস্টার্ড মোবাইলে পৌঁছবে। একমাত্র সেই ওটিপি দিয়েই ওই ওয়েবসাইটে ঢোকার প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে।