রাজ্য লিড নিউজ

নয়া ইতিহাসঃ আসানসোলে প্রথমবার তৃণমূল, বালিগঞ্জ তৃণমূলেরই

বালিগঞ্জে বাবুলের লড়াই সহজ হলেও আসানসোলে শত্রুঘ্ন সিন্‌হার লড়াই খুব একটা সহজ ছিল না। কারণ ২০১৪ ও ২০১৯ লোকসভা ভোটে আসানসোল ছিল বিজেপির দখলে। পরপর দুবার বাবুল সুপ্রিয়ই জয় পান। কিন্তু সব জল্পনা সরিয়ে প্রথমবার আসানসোল নিজেদের দখলে নিল শাসক দল তৃণমূল। তৈরি হল নয়া ইতিহাস। জয়ের পর শত্রুঘ্ন সিন্‌হা বলেন, ‘‌আসানসোলবাসীকে ধন্যবাদ। তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ। এই জয়ের মূল কারিগর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।’‌

১৯৮৯ থেকে ২০১৪ একটানা ২৫ বছর বামেদের দখলে ছিল আসানসোল। তারপরে বাবুলের হাত ধরে পদ্ম ফুটেছিল আসানসোলে। আর এই প্রথমবার তৃণমূলের হল আসানসোল। ফলে রাজ্যে তৃণমূলের লোকসভা আসন আরও একটি বাড়ল।

অন্যদিকে সেই বাবুল সুপ্রিয় বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়ে জয় ছিনিয়ে নিয়ে একাধারে দুটি উপহার দিলেন দলকে। যেমন আসানসোল লোকসভা ফিরিয়ে দিলেন তৃণমূলের হাতে ঠিক তেমনভাবেই নিজে জয়ী হয়ে বালিগঞ্জের আসনটিও নিজেদের দখলে রাখলেন তিনি। নিজের দখলে থাকা আসানসোল শত্রুঘ্নর হয়ে গেলেও খুশি বাবুল। আসানসোলে দ্বিতীয় স্থানে থাকল বিজেপি। তিনে সিপিএম। হার স্বীকার করলেও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

গণনার দিনও অগ্নিমিত্রাকে ঘিরে গন্ডগোল এর ঘটনা ঘটে বলে অভিযোগ। গণনাকেন্দ্রের বাইরে অগ্নিমিত্রাকে কটুক্তি করার অভিযোগ উঠেছে। এমনকি তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যা গিয়ে লাগে পুলিশের গাড়িতে। এদিন অগ্নিমিত্রাকে দেখে ‘‌জয় বাংলা’‌ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।