ব্রেকিং নিউজ রাজ্য

স্কুল কর্তৃপক্ষের জন্য নতুন নির্দেশিকা

করোনা আবহের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্যে আজ থেকে খুলছে স্কুল। সেই মোতাবেক স্কুলে এবার মানতে হবে বেশ কিছু নির্দেশিকা। এবার প্রাথমিক চিকিৎসার ঘরের পাশাপাশি স্কুলে থাকবে আইসোলেশান ঘর। করোনাকালে স্কুলগুলোতে দেখা মিলবে এই ঘরের। এই ঘরের অর্থ সবার থেকে নিজেকে বা নিজেদের আলাদা করে রাখার ব্যবস্থা। সাধারণত জ্বর, সর্দি-জ্বর-কাশি হলেও এতদিন এই ব্যবস্থা ছিল না।

স্কুল খেলার আগে সোমবার স্কুলের প্রায় সর্বত্র স্যানিটেশন ও দুরত্ব বিধি বজায় রাখার নিয়মগুলিকে প্রাধান্য দিতে ক্লাস রুম গুলোতে পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি ঘরে পড়ুয়াদের যা আসনসংখ্যা ছিল তার অর্ধেক সংখ্যা করে দেওয়া হয়েছে, দুরত্ব বিধি বজায় রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে প্রায় সব স্কুলগুলি।

মঙ্গলবার থেকে যদিও নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস করার অনুমতি মিলেছে। এছাড়াও স্কুলের গেটেই শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। স্কুলের শ্রেণিকক্ষে করোনা স্বাস্থ্য বিধি টাঙিয়ে রাখতে হবে। পড়ুয়াদের হাতে স্যানিটাইজার স্প্রে করে তবেই ক্লাসে ঢোকানো হবে। থার্মাল গান দিয়ে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে।