নতুন নিয়ম চালু করল ইন্ডিয়ান সুপার লিগের (ISL) উদ্যোক্তা সংস্থা। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) পরবর্তী মরসুমের জন্য নতুন গাইডলাইনস তৈরি করেছে। যার ফলে মাথায় হাত ফ্রাঞ্চাইজিগুলির। সেই সঙ্গে কপাল পুড়ল বিদেশি ফুটবলারদেরও। কারণ FSDL-এর নতুন গাইডলাইন অনুযায়ী পরবর্তী মরশুম থেকে ফ্রাঞ্চাইজিগুলি সাত জন ভারতীয় ফুটবলার খেলাতে পারবে। এরফলে তাঁরা কেবলমাত্র চারজন করে বিদেশি ফুটবলার খেলাতে পারবে প্রতি ম্যাচে। পাশাপাশি এবারে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তাঁদের দল তৈরিতে খরচ করতে পারবে ১৬.৫ কোটি টাকা। আইএসএল আয়োজক সংস্থা আরও জানিয়েছে, একটি ক্লাব সর্বোচ্চ ছয়জন বিদেশিকে সই করাতে পারবেন। যারমধ্যে থাকবে একজন এশিয়ান কোটার ফুটবলার। বিশেষজ্ঞদের মতে, এটা ভারতীয় ফুটবলের উন্নতির দিকে আরও একধাপ এগোনো।
২০১৪ সালে আইএসএল চালু করার সময়ই বলা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতির জন্যই এই টুর্নামেন্ট। সেই লক্ষ্যেই ধাপে ধাপে বিদেশি ফুটবলার কমিয়ে আনা হচ্ছে। এছাড়া প্রতিভাবান ফুটবলার তুলে আনতেও উদ্যোগ নিচ্ছে এফএসডিএল। ডেভেলপমেন্ট ফুটবলারের সংখ্যা ২ থেকে বেরিয়ে ৪ করা হল আগামী মরশুম থেকে।