দেশ ব্রেকিং নিউজ

শিশুদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

চিন্তার আরেক নাম করোনা ভাইরাস। সংক্রমণের হার হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে মারণ ভাইরাসের ভয়ানক রূপ। কোনভাবে আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। স্বচ্ছন্দে থাবা বসিয়েছে চলেছে করোনা।শুক্রবারই দেশের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। তবে হাসপাতালে ভর্তির হার অনেকটাই কম।

এবার নতুন নির্দেশিকা জারি করে শিশুদের জন্যও কিছু বিধি প্রকাশ করল কেন্দ্র। শিশুদের জন্য জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে,৫ বছরের কমবয়সি শিশুদের মাস্ক পরতে হবে না।  ১৮ বছরের কমবয়সিদের কোভিড চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা যাবে না। বাচ্চাদের অল্প উপসর্গ থাকলে স্টেরয়েড ব্যবহার করতেও বারণ করা হয়েছে। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকের তত্ত্বাবধানেই করা যেতে পারে স্টেরয়েড ব্যবহার।

নির্দেশিকায় জানানো হয়েছে, ৫ বছর বা তার কম বয়সিদের মাস্ক পরার দরকার নেই। ৬ থেকে ১১ বছর বয়সিরা মাস্ক পরতে পারে। যদি তারা সেটা সঠিকভাবে পরে। তবে ১২ বছরের বেশি বয়সিদের মাস্ক পরতে হবে প্রাপ্তবয়স্কদের মতো নিয়ম মেনেই। দেশে এখন সবথেকে বেশি সক্রিয় করোনার ওমিক্রন প্রজাতি। এর জেরে সংক্রমণের চরিত্র বদলেছে। সেই বিষয়টি পর্যালোচনা করেই নয়া নির্দেশিকা তৈরি করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অন্যান্য দেশের ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা গিয়েছে, এক্ষেত্রে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। উপসর্গহীন, সামান্য, মাঝারি ও গুরুতর উপসর্গ যুক্ত করোনা রোগীদের জন্য আলাদাভাবে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাও অনেক বেশি। তবে তাদের হাসপাতালে ভর্তি করার ঘটনা একেবারেই কম। সেই কারনেই এই বাচ্চাদের চিকিৎসা নিয়ে নতুন নির্দেশ দিয়েছে কেন্দ্র।