গুগল ক্রোম একটি নতুন ফিচার নিয়ে এল ব্যবহারকারীদের জন্য। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ক্রোমে আপনি কোনো কিছুর স্ক্রিনশট নিলে তা ইনকগনিটো মোডে ডিফল্টরূপে ডিজেবল করা হয়, যা সিকিউরিটির জন্য ভালো হলেও এর ফলে পরে অনেক অসুবিধা হতে পারে।
ইনকগনিটো মোড হলো ব্রাউজারের একটি প্রাইভেট সেক্টর। এটি আপনাকে কিছুটা সুরক্ষা প্রদান করে থাকে। এটি আপনার ব্রাউজিং হিস্টোরি, ক্যাশ, সেশন, কুকিজ ইত্যাদি ব্রাউজার সেভ করে রাখবে না। অর্থাৎ আপনি যেসব স্ক্রিনশট সাময়িক সময়ের জন্য নিচ্ছেন যেগুলো এই মোডের মাধ্যমে নিতে পারবেন।
এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইনকগনিটো মোডে স্ক্রিনশট নেওয়ার জন্য গুগল ক্রোমের ফ্ল্যাগ ব্যবহার করতে পারবেন কিন্তু এই কৌশলটিও আবার একটি নতুন সমস্যার সৃষ্টি করে। এর ফলে নিজেদের স্মার্টফোনের সাম্প্রতিক স্ক্রিনে সেই ইনকগনিটো ট্যাবগুলো আগের রুপে ফিরে আসে।