নতুন বছরে সবসময় আপনার পাশে হোয়াটসঅ্যাপ। হাজার মেসেজিং অ্যাপের ভিড়ে যাতে আপনি হোয়াটসঅ্যাপ এর সঙ্গে সম্পর্ক যাতে শেষ না করেন তার জন্য আগামী বছরে আরও আকর্ষণীয় ফিচার আনছে সংস্থা। আপাতত পাঁচটি ফিচারের কথা জানা গিয়েছে। জেনে নিন-
এই অ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার হোয়াটসঅ্যাপ কল। ওয়াই-ফাই কিংবা ইন্টারনেট পরিষেবা অন থাকলে নিশ্চিন্তে কথা বলা যায়। যা সম্পূর্ণ গোপন থাকে। এই কল পরিষেবার চেহারা-ছবি এবার আরও উন্নত এবং অত্যাধুনিক হচ্ছে। শোনা যাচ্ছে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে এর লুক আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
আপনি যার বা যাদের সঙ্গে চ্যাট করছেন, সে তথ্য আপনারা ছাড়া আর কেউ জানবে না। এমনকী সংস্থার কাছেও এই তথ্য থাকে না। এককথায় সমস্ত ব্যক্তিগত তথ্য গোপনই রাখা হবে। জানা যাচ্ছে এবার একটি নতুন ইন্ডিকেটর যুক্ত হচ্ছে এই মেসেজিং অ্যাপে। যা আপনাকে সিগন্যাল দেবে যে আপনার কল বা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড।
হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে ক্যুইক রিপ্লাই নামের একটি ফিচার যুক্ত হবে। এর ফলে একসঙ্গে অনেককে দ্রুত মেজেস পাঠানো যাবে।
আপনি যদি হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপের অ্যাডমিন হন তাহলে হাতে পাবেন আরও বেশি ক্ষমতা। গ্রুপের যে কোনও সদস্যের মেজেস মুছে ফেলতে পারবেন আপনি নিজেই। এছাড়াও কোনও ইউজারের অযাচিত কোনও বিষয় সামলানোর জন্যও বিশেষ অপশন থাকবে অ্যাডমিনের হাতে।
নতুন বছরে হোয়াটসঅ্যাপে আপনি তৈরি করতে পারবেন নতুন কমিউনিটি। কমিউনিটি ইনভাইট লিঙ্কের মাধ্যমে ইউজারদের আমন্ত্রণ জানানো যাবে। তারপর শুরু করতে পারবেন চ্যাটিং।