বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

facebook new feature: আসছে ফেসবুকের নতুন ফিচার, জেনে নিন খুঁটিনাটি

facebook ব্যবহারকারীদের সুবিধার জন্য এবার ফেসবুকে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। বদলে যাচ্ছে পুরনো ফিচার। তাই আগামী মাস থেকে বেশ কয়েকটি ফিচারের সুবিধা পাবেন না ফেসবুক ব্যবহারকারীরা। facebook ব্যবহারকারীদের দের সুবিধার জন্য বারবার নিজেদের ফিচারে পরিবর্তন এনে ছলেছে ফেসবুক।

বর্তমানে ফেসবুকে একটি ফিচার রয়েছে, যার নাম ‘Nearby Friends’। আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই ফিচারটি চালু থাকলে, আপনার ফেসবুকের বন্ধু আপনার নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে থাকলে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। পাঠানো যায় নিজের লোকেশান। এছাড়াও পাওয়া যায়, ওয়েদার অ্যালার্ট, লোকেশান হিস্ট্রি ছাড়াও আরো অনেক কিছু। তবে এবার থেকে আগামীতে আর মিলবে না এই ফিচারগুলি, জানিয়েছে ফেসবুক।

জানানো হয়েছে, আগামী মাস থেকে আর মিলবে না ‘Nearby Friends’ ফিচারের সুবিধা। আগামী ১ আগস্ট পর্যন্ত পুরনো লোকেশন অনুসন্ধান ও ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। তবে তারপর বরাবরের জন্য তা ডিলিট করে দেওয়া হবে। তবে ফেসবুক সংস্থার সেই সিদ্ধান্তের পেছনে সঠিক কি কারণ রয়েছে তা জানান হয় নি।

ফেসবুকে ভুয়ো খবর ছড়ানো আটকানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এই সংস্থা। এবার থেকে ভুয়ো খবরকে আগে থেকেই চিহ্নিত করা যাবে থার্ড পার্টি চেকারের মাধ্যমে। যার সাহায্যে নিজে থেকেই ভুয়ো তথ্য সংবলিত পোস্ট এলেই তাকে চিহ্নিত করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই ফিচারের সাহায্যে সেটি ডিলিট করে দেওয়া যাবে। পাশাপাশি ওই পোস্টদাতাকেও সাসপেন্ড করা যাবে।