বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: নিজের পছন্দের ভাষায় অনুবাদ করে নিন মেসেজ

স্মার্ট ফোন আছে, অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন ব্যক্তি হয়ত খুব কমই আছেন। হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। ফলে জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি সুবিধা। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ এখন থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

জানা গেছে, নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয় ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার। তবে এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কোনওভাবেই ব্যাহত হবে না। অর্থাৎ অন্য কোনো ভাষার মেসেজকে নিজে যে ভাষায় খুব সহজেই রূপান্তরিত করা যাবে।

কয়েকদিন আগেই নতুন একটি ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত রূপ দেওয়া যায়। যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লিখিত রূপ দেখে নিতে পারছেন ব্যবহারকারীরা।

‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের রূপ দিচ্ছে নতুন ফিচার। এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ব্যবহারকারীদের হাতের মুঠোয় নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই আপডেট করলেই মিলবে এই সুবিধা।

এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবট লঞ্চ করেছে মেটা।

পাশাপাশি ভিডিও কলে ফিচারটিরও আপডেট নিয়ে আসছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে।