খেলাধুলা ব্রেকিং নিউজ

সূর্যকুমারের মুকুটে নয়া পালক! ফের স্বীকৃতি পেলেন তিনি

২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ক্রিকেটারের তকমা পেলেন সূর্যকুমার যাদব।

ক্রিকেটমহলের সকলে ইতিমধ্যেই দেখে ফেলেছে টি-টোয়েন্টি ক্রিকেটে মাস্টার ব্লাস্টার ব্যাটিং। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্প্রতি সেই দক্ষতাকে স্বীকৃতি দিল।

টি-টোয়েন্টি দল ঘোষণার সাথে সাথেই সেই দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন সূর্যকুমার। তাঁকেই ২০ ওভারের ক্রিকেটে সেরা ক্রিকেটারও বেছে নেওয়া হল। পর পর দু’বছর এই স্বীকৃতি পেলেন মুম্বইয়ের ক্রিকেটার।

আইসিসি তাঁকে ‘ভারতের মিডল অর্ডারের মেরুদণ্ড’ বলে উল্লেখ করেছে। ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমারের গড় প্রায় ৫০। তাঁর স্ট্রাইক রেট ১৫০-র বেশি। একাধিক ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন সূর্যকুমার। নজরকাড়া সাফল্যের সুবাদে সুর্যকুমারকে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বেছে নিয়েছেন আইসিসির বিশেষজ্ঞেরা।