ব্রেকিং নিউজ রাজ্য

রুবি পর্যন্ত মেট্রোরুটে নতুন ভাড়া ঘোষণা

শনিবার মেট্রোরেল ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন রুটের ভাড়া ঘোষণা করলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এদিনের সবচেয়ে ঘোষণা, এই পথে ভাড়ার তালিকা। এক নজরে দেখে নিন,

দক্ষিণেশ্বর-দমদম থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া – ৪৫ টাকা (সর্বোচ্চ)

চাঁদনি-এসপ্ল্যানেড-পার্ক স্ট্রিট-কালীঘাট থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া – ৪০ টাকা

মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া – ৩৫ টাকা

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া – ২০ টাকা

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে সোজা হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে যাত্রীসংখ্যা এবং আয় আরও বাড়বে বলে আশাবাদী কতৃপক্ষ।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় ১৪.২৩ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হয়েছে, যা কলকাতায় মেট্রো যাত্রার সময় থেকে সবচেয়ে বেশি। এই মুহূর্তে অন্যান্য মেট্রো রুটে মোট ৭ টি ডালিয়ান রেক চলছে। আরও ১৪ টির যাত্রা শুরু হবে নতুন রুটে।