কাউন্টডাউন শুরু। দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০ জনের নিচে। সুস্থ হয়ে উঠছে রাজধানী। তাই আসতে আসতে শিথিল করা হচ্ছে লকডাউন। এই কারণে সোমবার থেকেই খুলে যাচ্ছে বার, জিম, যোগা সেন্টার। সুতরাং এখন স্বাস্থ্যবিধি মেনে এখানে যাওয়া যাবে। আবার ভ্যাকসিন দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এটা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে।
শেষ পরিসংখ্যান মোতাবেক একদিনে আক্রান্ত ৮৫ জন। এই পরিসংখ্যান শেষবার ছিল গত বছরের মে মাসে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে দ্বিতীয় ঢেউকে সামাল দেওয়া সম্ভব হয়েছে। তাই আনলক হতে চলেছে দিল্লি।
সোমবার থেকে রাজ্যের সমস্ত জিম, যোগা সেন্টারগুলি খোলার অনুমতি মিলবে। অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ৫০ জন। গত সপ্তাহ থেকে খুলে গিয়েছে দিল্লির দোকানপাট। আংশিক খুলেছে মার্কেট, রেস্তরাঁ। সেলুনও খোলার অনুমতি মিলেছে। আনলক শুরু হওয়ার পর অসচেতন হলেই থার্ড ওয়েভ আসতে দেরি হবে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।