দেশ ব্রেকিং নিউজ

এবার বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, মৃত ৪

জম্মুতে ড্রোন হামলার পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী ময়াদিল্লি। মঙ্গলবার গভীর রাতে ঘটা বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। জানা গিয়েছে, একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আহতও আরও একাধিক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে পুলিশ গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাতে রাজধানীর শাহাদরা এলাকার ফর্স বাজারের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগেই বিপর্যয় ঘটেছে। গ্যাস সিলিন্ডারে আগুন ধরার পর সেটি ফেটে গিয়ে গোটা বাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের নয়টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত অবস্থায় আরও এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

উল্লেখ্য, বিবার ভোরে বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু বিমানবন্দর। বায়ুসেনার বিমানঘাঁটি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণের ঘটনায় ব্যবহার করা হয় ড্রোন। চাঞ্চল্যকর এই ড্রোন হামলার পিছনে লস্কর–ই–তৈবার যোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক। সীমান্তের ওপার থেকেই উড়ে এসেছিল ড্রোন।
এই বিস্ফোরণ ঘটাতে আরডিএক্স সহ একাধিক বিস্ফোরক উপাদান ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই হামলার ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র হাতে। কী ভাবে এই হামলা হল, কোথা থেকে রিমোটের মাধ্যমে ওই ড্রোন পরিচালনা করা হচ্ছিল তাই খতিয়ে দেখবে এনআইএ।