ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্য নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত

একটি নির্দেশিকা জারি করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট কর্মীদের ২৫০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল  কমিশন। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ভোটে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভবিষ্যতে এই সিদ্ধান্ত বহাল থাকবে না। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে এই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি আসনে ভোট গ্রহণ৷ মঙ্গলবার, রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নির্বাচনের নিরাপত্তা বাহিনী সংক্রান্ত রিপোর্ট জমা পরেছে। সেই রিপোর্টে কেন্দ্রীয় বাহিনীর কোনও উল্লেখ নেই বলে খবর। আসন্ন কলকাতা কর্পোরেশনের ভোটে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব সামলাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিরপেক্ষভাবে ভোট সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশনকে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কলকাতা পুরসভার নির্বাচনের জন্য বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর। যে পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলা হচ্ছে তা যথোপযুক্ত নয় বলেই মনে করছেন তাঁরা।

জানা গিয়েছে, এবার পুরভোটে প্রায় ২৩ হাজার রাজ্য পুলিশ মোতায়ন করা হচ্ছে। রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা পুরভোটের দিন বাহিনী মোতায়েন নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা হল, সবকটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্তত ২ জন করে সশস্ত্র রাজ্য পুলিশ থাকবে। মোট কত বাহিনী থাকবে তা নির্ভর করবে ওই ভোটগ্রহণ কেন্দ্রের বুথ সংখ্যার ওপর। এর মধ্যে লাঠিধারী পুলিশ ও হোমগার্ডও থাকবে।